ফেসবুকে আরো একটি বাটন চালু
প্রকাশ: ২০১৬-০৫-০৮ ১৮:০৯:৫৭
বিশ্ব মা দিবস উপলক্ষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন আরো একটি বাটন যুক্ত করা হয়েছে। কিছুদিন আগে ফেসবুকে লাইক বাটনের পাশাপাশি ভালোবাসা, অট্টহাসি, অবাক, দুঃখ এবং রাগের অনুভূতিও চালু করা হয়। এবার এতে নতুন বাটন থ্যাংকফুল যুক্ত হলো।
মা দিবস উপলেক্ষ ফেসবুকের চালু করা এই বাটনে (থ্যাংকসফুল) চাপলে রক্তবর্ণের একটি ফুল যোগ হবে। তবে নতুন এই বাটন শুধুমাত্র মা দিবস উপলক্ষে একদিনের জন্য যুক্ত করা হয়েছে নাকি অন্য বাটনের সঙ্গে এটিও থাকবে সেবিষয়ে কোনো তথ্য দেয়নি ফেসবুক।
এর আগে লাইকের পাশাপাশি আনলাইক বাটনের কথা উঠেছিল। তবে সরাসরি আনলাইকের রাস্তায় না হেঁটে ভিন্ন রকমের আরও পাঁচটি অনুভূতি প্রকাশের বাটন চালু করে ফেসবুক কর্তৃপক্ষ।
সানবিডি/ঢাকা/আহো