নড়াইলে ঝড়ে ঘরচাপা পড়ে ৩জনের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৫-০৮ ১৮:২১:৫৮
নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গায় ঝড়ে ঘরচাপা পড়ে দুই ভাইবোনসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০জন। ভেঙ্গে পড়েছে ২০০ শতাধিক ঘরবাড়ি এবং শত শত গাছপালা।
গাছপালা ভেঙ্গে যাওয়ায় আশপাশের বিভিন্ন গ্রামীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে, ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
গতকাল আকস্মিক ভাবে নড়াইলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নবী উদ্দিনের ছেলে আলফাজ (৬) এবং মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পিয়ারী খানম ঘরচাপা পড়ে নিহত হয়েছেন। এছাড়া পাশের চাচুড়ি ইউনিয়নের কলিমন গ্রামের বিকাশ বিশ্বাসও ঘরচাপায় মারা গেছেন।
আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাছপালা ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আহতদেরকে হাসপাতালে নিয়ে আসতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বজন এবং পরিবারের সদস্যরা।
এদিকে, ঝড়ে গৃহহীন মানুষগুলো অসহায় জীবনযাপন করছেন। ঝড়-বৃষ্টিতে ভিজে সহায়-সম্বলহীন মানুষগুলো আশ্রয়হীন ভাবে জীবনপাত করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/খায়রুল/আহো