শৈলকুপায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: গোলাগুলি

প্রকাশ: ২০১৬-০৫-০৮ ১৯:৫১:৫১


ঝিনাইদহঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উমেদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবদার হোসেন মোল্লা ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জেপি প্রার্থীর গাড়াগঞ্জ বাজারের বহুতল ভবন এবং সেখানকার সোনালী ব্যাংকের গাড়াগঞ্জ কার্যালয় ব্যাপক ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের অভিযোগ এখনো তিনি নিজ বাসভবনে অবরুদ্ধ রয়েছেন। বাসায় অবস্থানকালে তার সমর্থকদের অতর্কিতে হামলা চালায় ক্ষমতাসীন দলীয় প্রার্থীর সমর্থকরা। এতে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করছেন তিনি।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গুলি ছুঁড়েছে কে বা কারা, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গাড়াগঞ্জ বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো