নগ্ন দৃশ্যে আপত্তি মেগান ফক্সের!
প্রকাশ: ২০১৬-০৫-০৯ ১৮:৫৯:০২
হলিউড তারকারা ধীরে ধীরে মুখ ফেরাচ্ছেন রগরগে দৃশ্যে অভিনয়ের প্রস্তাব থেকে। সে তালিকায় ছিলেন পামেলা এন্ডারসন, শার্লিজ থেরনসহ আরো অনেকেই।
এবার নগ্ন দৃশ্যে আর অভিনয় না করার ঘোষণা দিলেন নানান সময়ে বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকা হলিউড তারকা মেগান ফক্স।
সম্প্রতি স্যাটেলাইট চ্যানেল এইচবিওতে পতিতাদের নিয়ে করা একটি প্রজেক্টে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছিলো মেগানকে। সে প্রস্তাব নির্দ্বিধায় ফিরিয়ে দেন এই তারকা।
কারণ হিসেবে বলেন, ‘প্রজেক্টটিতে বেশ কিছু এক্সরেটেড দৃশ্য ছিলো যা কিনা আমার পক্ষে করা অসম্ভব। কারণ কোনো সন্তানই তার মাকে এই অবস্থায় দেখতে চায় না। আর তাই ভবিষ্যতে নিজের সন্তানের কথা চিন্তা করেই এমন কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
সানবিডি/ঢাকা/আহো