লিপস্টিক ব্যবহারে সাবধান, হতে পারে মারাত্মক ক্ষতি!
প্রকাশ: ২০১৬-০৫-১০ ১০:৫৫:২৩
সৌন্দর্য সচেতন নারীরা সবসময় একটু সাজগোজ করতে পছন্দ করেন। আর কিছু নাহলেও চোখে কাজল এবং ঠোঁটে লিপস্টিক থাকবে। কিন্তু সেই লিপস্টিক হঠাত করেই অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করুন।
লন্ডনের লিলি লিওপাত্রা নিজের ফেসবুক একাউন্টে তার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। তিনি জানান, কুইন কালেকশনের লিপস্টিক ব্যবহারের ফলে তার ঠোঁটের এই অবস্থা হয়েছে। ঠোঁট এত বেশি ফুলে উঠেছে যে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
ডাক্তার পর্যবেক্ষণ করে দেখেছেন, লিপস্টিকের কারণে এই সমস্যা হয়েছে। লিপস্টিকের সুগন্ধিতে যে উপাদান ব্যবহার করা হয়েছে তা থেকে এই সমস্যার সৃষ্টি। তবে এখন লিলি সুস্থ আছেন। তার ঠোঁটের সমস্যা ঠিক হয়েছে।
লিপস্টিক ব্যবহারে সৌন্দর্যতা বৃদ্ধি পেলেও এতে ক্ষতিকর পদার্থ রয়েছে, যা ঠোঁটের রং কালো করে ফেলে। আবার বিভিন্ন ধরণের সমস্যাও সৃষ্টি করে। তাই সাবধানতা অবলম্বন করুন