আগৈলঝাড়ায় সরকারী গাছ বিক্রি, থানায় মামলা

প্রকাশ: ২০১৬-০৫-১০ ১৮:৩৪:২৩


Agailjhara Photo 10-05-16  (2)বরিশালের আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের সম্পত্তির বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। কাটা গাছ জব্দ করেছে সমাজসেবা কর্মকর্তা। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের পূর্ব কালীবাড়ি ১০২নং মৌজার ১০১ নং খতিয়ানের ২০০২ দাগে ১৬ শতক জমি ক্রয় করে সমাজসেবা অধিদপ্তর। ওই জায়গার উপর ১৯৮৯ সালে সমাজসেবা কেন্দ্রের সাইক্লোন শেল্টার কাম গণ মিলনায়তন নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর উপজেলা সমাজসেবা অফিসের তত্বাবধানে বাকি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

ওই বাগান থেকে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের ৬টি গাছ সমাজসেবা অফিসকে না জানিয়ে স্থানীয় প্রভাবশালী সুবোধ মূখার্জীর ছেলে সমীর মূখার্জীর নেতৃত্বে গণ মিলানায়তনের স্থানীয় কমিটির পরিচয়ে পারুল মূখার্জী, ভরত হালদার, হরকুমার বৈদ্য, বিনোদিনী বাড়ৈ, অনিতা অধিকারী, অনিমা অধিকারী, শ্রীকান্ত হালদার, ঝর্ণা বাড়ৈসহ স্থানীয় প্রভাবশালীরা নগরবাড়ি গ্রামের মোনাফছের সরদারের ছেলে গাছ ব্যবসায়ী ঝন্টু সরদারের কাছে লক্ষাধিক টাকার গাছ মাত্র ৪৮ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এছাড়াও তারা অবৈধভাবে তরঙ্গ এনজিও’র কাছে ওই ভবন ভাড়া দিয়ে নিয়মিত ভাড়ার টাকা আদায় করে আসছিল। সরকারী জমির বিক্রি করা গাছ কেটে নেয়ার খবর পেয়ে রবিবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের অংশ বিশেষ জব্দ করেন। এঘটনায় রবিবার রাতে উল্লেখিতদের নামসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, অফিসকে না জানিয়ে কোন নিয়ম না মেনে অবৈধভাবে তারা গাছগুলো বিক্রির খবর পেয়ে উর্ধতন কর্মকর্মার নির্দেশে কাটা গাছের অংশ বিশেষ জব্দ করা হয়েছে। বিষয়টি থানাকে আমার দপ্তরের মাধ্যমে লিখিতভাবে জানানো হয়েছে। গাছ বিক্রির সত্যতা স্বীকার করে পারুল মূখার্জী বলেন, তারা গাছ বিক্রির সকল টাকা পাওয়ার পরে বিষয়টি সমাজসেবা অফিসকে জানাতেন।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো