পাবনায় নিজামীর দাফনের প্রস্তুতি শুরু
আপডেট: ২০১৬-০৫-১১ ০০:৪০:১০
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর লাশ তার জন্মস্থান পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় মন্মথপুর কবরস্থান পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের রাতেই তা সাঁথিয়ার মন্মথপুরে আনা হবে। এরপর দ্রুত লাশ দাফন করা হবে।
নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার খবরে বিকাল থেকেই মন্মথপুর গ্রামে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়। কবরস্থানে শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা।
রাত ১০টার দিকে মন্মথপুর কবরস্থানের পাশে গিয়ে দেখা যায়, কবরস্থানের বিভিন্ন স্থানে বাতি জ্বালানো হয়েছে। কবরস্থানের চারপাশে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।