নিজামীর দাফন সম্পন্ন
প্রকাশ: ২০১৬-০৫-১১ ০৮:১৯:৫৩
মাওলানা মতিউর রহমান নিজামীর দাফন নিজ গ্রাম মনমথপুরে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুর মাদরাসা মাঠে নিজামীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার মানুষ এই নামাজে অংশ নেন।
এ সময় মুসল্লিদের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। মাওলানা নিজামীর নির্দোষ ছিলেন বলে জানাজার নামাজে সাক্ষী দেন এবং তার শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।নামাজে জানাজা শেষে সকাল সাড়ে ৭টায় মাওলানা নিজামীকে মন্মথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হয়।
এর আগে সকাল সোয়া ৬টার দিকে মন্মথপুরে মাওলানা নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লাশ গ্রহণ করেন মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
বুধবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।
রাতে ফাঁসি কার্যকরের পর মাওলানা নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগার থেকে বেরিয়ে ফার্মগেইট, উত্তরা হয়ে বাইপাইল দিয়ে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাবনার সাঁথিয়ায় যায়।
মাওলানা নিজামীর চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, সাঁথিয়া থানার পুলিশ মনমথপুরে পারিবারিক কবরস্থানে দাফনের স্থান নির্ধারণ করে দিয়েছে। বুধবার রাত ৯টা থেকে কবর খোড়ার কাজ শুরু হয়।
বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরে ছিল প্রধান জল্লাদ রাজু ও ছয়জন সহযোগী জল্লাদ।
ফাঁসির মঞ্চের পাশে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন, ঢাকার সিভিল সার্জন ডা. আবদুল মালেক মৃধা, ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) শেখ নাজমুল আলমসহ ১২ জন। ফাঁসির মঞ্চের চারপাশে দায়িত্ব পালন করেছেন ২০ কারারক্ষী।