শিক্ষক হত্যা: রাবিতে আসছেন চার মন্ত্রী

আপডেট: ২০১৬-০৫-১১ ১৮:২২:০৩


ru 4 minister coming photo 11 mayরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসছেন চার মন্ত্রী। রাবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম হত্যাকা-ের প্রতিবাদ, বিচার ও মতবিনিময় সভায় যোগ দিতে তারা আসছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আজম শান্তনু বলেন, ‘আগামী ১৪ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে যোগ দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।’

শাহ আজম শান্তনু আরও বলেন, ‘আগামী ১৫ মে (রোববার) নাগরিক সমাজের আয়োজনে সংহতি ও মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রোববার বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।’

এ সময় দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগে শুনবো রেজাউল করিম হত্যার বিষয়ে সরকারের পরিকল্পনা কী? এরপর আমরা আমাদের দাবির বিষয়টি তাদের কাছে তুলে ধরবো। তারা আশস্ত করতে পারলে আমাদের আন্দোলন স্থিমিত করব, আর না পারলে আন্দোলন চালিয়ে যাব।’

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস