মুস্তাফিজুরের প্রশংসায় পঞ্চমুখ মনোজ প্রভাকর
প্রকাশ: ২০১৬-০৫-১১ ২০:৩৭:২০
এবার মুস্তাফিজুরের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার মনোজ প্রভাকর। তাঁর মতে, সুইংটাকে এই বাংলাদেশি পেসার শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। মুস্তাফিজুরের কব্জির অসাধারণ ব্যবহার আর ক্লিন অ্যাকশনে মুগ্ধ প্রভাকর।
‘‘ইয়র্কার, কাটার সব কিছুই এর মধ্যে আয়ত্ত করে ফেলেছে ছেলেটা, মাথা ঠিক রাখতে পারলে এই ছেলেকে আটকানো মুশকিল।’’ মন্তব্য ভারতের এই প্রাক্তনীর।
শুধু প্রভাকরই নন এর আগে কালিস, মুরলীধরনের মত কিংবদন্তীরাও এই ম্যাজিক বোলারের প্রশংসায় মেতে ছিলেন। তিনি যখন আইপিএল মাতাচ্ছেন তখন বিগ ব্যাশ লিগেও শুরু হয়ে গেছে ওয়ান্ডার বয় মুস্তাফিজুরকে নিয়ে আলোচনা।
সানবিডি/ঢাকা/আহো