মগবাজারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৫-১২ ১১:৫২:৩৫


Chhatro Leageরাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলিতে ছাত্রলীগ কর্মী আরিফকে (২০)  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ তথ্যটি নিশ্চিত করেন

তিনি জানান, আরিফ মগবাজার আমবাজার এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ সদস্য আরো জানানন, আরিফ রমনা থানার ৩৬নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী ছিল। ওই এলাকার নিশাত, অনিক ও হাসানের সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব ছিল।

বুধবার রাত ১০ টার দিকে তাকে রাস্তায় একা পেয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সোয়া ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।