জিবিবি পাওয়ারের এজিএম স্থগিত
প্রকাশ: ২০১৬-০৫-১২ ১২:২৭:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটি এজিমের নতুন তারিখ পরে জানাবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানির এজিএম স্থগিত করা হয়েছে। কোম্পানিটির হিসাব বছর ১৮ মাসে অর্থাৎ ৩০ জুন শেষ হবে। এর পর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ২০ জুন এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৯ মে অপরিবর্তিত থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ আগামী ১৯ জুলাইয়ের আগেই বন্টন করা হবে।