ছাত্রলীগ একটি দেহ: জাকির

প্রকাশ: ২০১৬-০৫-১২ ১৪:১৩:০৪


13230256_1022485467799268_4839169705002301755_nছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ছাত্রলীগকে মানবদেহের সাথে তুলনা করে বলেন, ছাত্রলীগ একটি দেহ। এই দেহের যদি এক প্রান্তে আঘাত লাগে অন্যপ্রান্তে অবশ্যই তার ব্যথা অনুভব করতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জামাতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামাতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে আজ ঢাবি ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আযোজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটি সভাপতি সাইফুর রহমান সোহাগ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। পরিচালনা করেন মোতাহার হোসেন প্রিন্স। এছাড়া কেন্দ্রিয় ও বিশ্ববিদ্যালয় কমিটির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জাকির হোসাইন আরো বলেন, মতিউর রহমান নিজামী ১৯৭১ সাল আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। নিজামীর এক ফেসবুক স্টাটাসের উল্লেখ করে তিনি বলেন, নিজামী বলেছেন আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়। এর থেকে প্রমানিত হয় তিনি অপরাধী।

সাইফুর রহমান সোহাগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তার নির্বাচনী ওয়াদা রক্ষা করার জন্য।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করার মূল নকশাকারী ছিলেন মতিউর রহমান নিজামী। তার ফাসিঁ কার্যকারের মাধ্যমে জাতি আজ কলঙকমুক্ত।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার কৃতকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। যেভাবে খালেদা মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন তার শাস্তি তাকে ভোগ করতেই হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলা ভবন ও লাইব্রেরির সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এস শেষ হয়।

সানবিডি/ঢাকা/আহো