নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

আপডেট: ২০১৬-০৫-১৪ ১২:১৪:১৩


Bodhoজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপর চাকপাড়ায় বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে কে বা কারা উদাইংমে ওয়াইংসা (পাইসাং উ) নামে এ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করে। তিনি ওই এলাকায় জঙ্গলে ঘর তৈরি করে ধ্যান করতেন।

স্থানীয়রা জানায়, ৮০ বছর বয়সী এই ভিক্ষু তিন বছর ধরে জঙ্গলে ধ্যান করতেন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। চার বছর আগে সংসার জীবন ছেড়ে বৌদ্ধ ভিক্ষু হন তিনি। শনিবার সকালে বৌদ্ধ ধর্ম নিয়মানুযায়ী পরিবারে স্বজনরা পিণ্ডদান ( ভিক্ষুদের সকালের ভাত) করতে গেলে তাঁর লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক কাজী আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঠিক কোন কারণে কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ এখনও জানাতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস