ভিলিয়ার্স-কোহলির তান্ডবে আইপিলে জোড়া সেঞ্চুরি

আপডেট: ২০১৬-০৫-১৫ ১৩:০৫:৩৭


koholiশর্ট ফরমেটে সেঞ্চুরি খুব কমই হয়। তারপরেও একেবারে কম নয়। তবে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি চিন্তা করা যায় না। কিন্তু শনিবার চলমান আইপিলে তাই করে দেখালেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। তাদের রেকর্ড জুটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৪৪ রানের রেকর্ড জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার চিন্নাস্বামীর মাঠে বেঙ্গালুরুর এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ২২৯ রানের রেকর্ড জুটি। পাশাপাশি দুজনেই তুলে নেন সেঞ্চুরি। আর ভিলিয়ার্সের সেঞ্চুরি ছিল টি২০ ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি।
সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে এর আগে মাত্র একবারই একই ম্যাচে একই দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি করার রেকর্ড ছিল। ২০১১ সালে মিডলসেক্স ও গ্লুস্টারশায়ারের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন দুই সতীর্থ ব্যাটসম্যান কেভিন ও’ব্রেইন এবং হামিশ মার্শাল। শনিবার তাদের রেকর্ডে ভাগ বসালেন কোহলি-ভিলিয়ার্স জুটি।

শনিবার কি ঝড়টাই না বয়ে গেল গুজরাট লায়ন্সের বোলারদের ওপর দিয়ে! বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে খড়কুটোর মতোই উড়ে গেল ব্রান্ডন ম্যাককুলামদের বোলিং লাইন। কোহলি-ভিলিয়ার্স দুজনই দেখা পেলেন সেঞ্চুরির। আর তাদের নির্মম ব্যাটিং দেখে টি২০ ক্রিকেটের রোমাঞ্চকর শিহরণে ভেসে গেলেন ক্রিকেট ভক্তরা।

ঝড়ো ব্যালিংয়ের সুবাদে ৩ উইকেটে ২৪৮ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ১০৪ রান তুলতেই গুটিয়ে যায় গুজরাট লায়ন্স। ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশাহারা হয়ে পড়ে গুজরাট। প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলটি দীর্ঘ হওয়ার সঙ্গে টার্গেটের সঙ্গে ব্যবধানও বাড়তে থাকে গুজরাটের।

দলের হয়ে একমাত্র লড়াই করেছেন অ্যারোন ফিঞ্চ। ৩৮ বলে দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা ২১ ও ম্যাককালাম করেছেন ১১ রান। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১০৪ রানে অল আউট হয় গুজরাট লায়ন্স। ফলে আইপিলের ইতিহাসে ১৪৪ রানের সবচেয়ে বড় জয় তুলে নেন কোহলিরা। প্রথম আইপিএলে ১৪০ রানে হারের রেকর্ড আছে বলিউড বাদশা শাহরুখ খানের নাইট রাইডার্সের। বেঙ্গালুরুর হয়ে তিন ওভারে মাত্র ১১ রানে ৪টি উইকেট নেন ক্রিস জর্দান। চাহাল ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারায় বেঙ্গালুরু। তবে ব্যাট হাতে ঝড় তুলেন ভিলিয়ার্স ও কোহলি।
৪৩ বলে প্রথমে সেঞ্চুরি পূর্ণ করেন ভিলিয়ার্স। অন্যদিকে ৫৩ বলে সেঞ্চুরি করেন কোহলি। ৫৫ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ১০৯ রান করে ফেরেন অধিনায়ক কোহলি। তবে ৫২ বলে ১২৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কার মার। গুজরাটের হয়ে প্রভিন কুমার ২টি ও কুলকার্নি ১টি করে উইকেট লাভ করেন। দ্রুততম সেঞ্চুরির সুবাদে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠে ডি ভিলিয়ার্সের হাতে।

ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি ও দেড় শতকের মালিক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। তার নামের পাশে আরেকটি রেকর্ড যোগ হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে তিনি মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করেছেন। সবমিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই হার্ট হিটার টি২০’র পঞ্চম দ্রুততম সেঞ্চুরি করলেন। তিনি ৯টি চার ও ৮টি ছক্কায় তিন অংকে পৌঁছান। শেষ পর্যন্ত ৫২ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন ভিলিয়ার্স। আইপিএলের দ্রুততম সেঞ্চুরির মালিক বেঙ্গালুরুর তারকা ক্রিস গেইল। ক্যারিবীয় এই দানব ২০১৩ সালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ৪৫ বলে। ২০১২ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ডটি করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিচার্ড লেভি। ৪৬ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানও দখল করেছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। এদিকে, ফর্মের তুঙ্গে থাকা বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি ইনিংসের ২ বল বাকি থাকতে আউট হলেও ৫৫ বল খেলে করেছেন ১০৯ রান। এর মধ্যে বাউন্ডারি ছিল ৫টি; ছক্কা ছিল ৮টি। ইনিংসের ১৯তম ওভারে গুজরাটের স্পিনার শিভিল কৌশিকের প্রথম ৫ বলে একটি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরেছেন তিনি।

এবারের আইপিএলে এটি কোহলির তৃতীয় সেঞ্চুরি। রেকর্ডের সন্ধ্যায় দুজনে মিলে গড়েছেন টি ২০ তে ২২৯ রানের সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড। এর আগের রেকর্ডটিও তাদের দুজনেরই ছিল, গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে করেছিলেন ২১৩ রান। তবে এবারের আসরে নিষ্প্রভ গেইল আজকের ম্যাচেও জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান করে বেঙ্গালুরু।