জুলহাজ-তনয় হত্যার ঘটনায় গ্রেফতার ১

আপডেট: ২০১৬-০৫-১৫ ১৬:৫৭:০১


julhaz-tonoy 2রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার রাতে শিহাবকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার।

গ্রেফতারকৃত শিহাব আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে জানা গেছে। এবিষয়ে রোববার ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই ও ‘রূপবান’ নামক একটি পত্রিকার সম্পাদক। পত্রিকাটির মূল বিষয়বস্তু লিঙ্গ সমতা প্রতিষ্ঠা। মাহবুব ছিলেন নাট্যকর্মী।