মোবাইল ফোন শিল্পখাতে বিনিয়োগের পরামর্শ শিল্পমন্ত্রীর

প্রকাশ: ২০১৬-০৫-১৬ ১৯:৪২:৪৭


amuঅভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানি-উপযোগী গুণগতমানের মোবাইল ফোন উৎপাদনের কারখানা গড়ে তুলতে দেশীয় উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, মোবাইল ফোন শিল্পের কাঁচামালের ওপর শুল্ক কমানোর দাবির আগে এ খাতের উদ্যোক্তাদের শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। কারখানা গড়ে তোলার পর সরকার জাতীয় স্বার্থেই দেশীয় মোবাইল শিল্পবান্ধব শুল্ক কাঠামো নির্ধারণ করবে।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দেশিয় উদ্যোগে মোবাইল ফোন শিল্প গড়ে তোলার এখনই উপযুক্ত সময়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএমবিএ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান পিএসপি (অব.), আইসিটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, দেশে মোবাইল ফোনের বিরাট বাজার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে এ বাজার সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণভাবে সৃষ্ট এ বিশাল বাজার আমদানিকৃত মোবাইল ফোনের ওপর ছেড়ে দেয়া যায় না।

বড় আকারের মোবাইল ফোন কারখানা গড়ে তোলার জন্য রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এবং ছোট আকারের কারখানা গড়ে তুলতে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ দেয়া হবে বলে উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।

সানবিডি/ঢাকা/আহো