স্মার্টফোনে পর্ন, ঘটতে পারে যেসব বিপদ!
প্রকাশ: ২০১৬-০৫-১৬ ২১:৩০:৫৫
একটু আড়াল পেলেই সুযোগ বুঝে স্মার্টফোনেই পর্ন ভিডিও দেখেন বুঝি? হয়তো ওপেনলি স্বীকার করছেন না। কিন্তু এ অভ্যেস অনেকেরই রয়েছে। কিন্তু জানেন কি এর ফলে আপনি ঘোর বিপদের জালে জড়িয়ে যাচ্ছেন? না জানা থাকলে এখনই সতর্ক হোন।
অনেক সময় পর্ন-সাইটে ভেসে ওঠে কিছু পপ-আপ। আর তাতে ছোঁয়া লাগলে মোবাইল লক হয়ে যেতে পারে।
পর্ন-সাইটের মাধ্যমে আপনি নানারকম পেড সার্ভিসে জড়িয়ে পড়তে পারেন । অনিচ্ছাকৃতভাবে মোবাইলে অ্যাক্টিভেট হয়ে যাওয়ায় আপনার টাকা কেটে নেওয়া হবে।
মনে রাখবেন, হ্যাকারদের অন্যতম বড় ফাঁদ হল পর্ন-সাইট।
পর্ন-সাইটে ঢুকলে শুধু বিজ্ঞাপন ছাড়াও নানা রকম অ্যাপ ডাউনলোড বা আপডেটের লোভে পা দিলেই আপনি পড়তে পারেন হ্যাকারদের খপ্পরে।
ভাবুন তো, আপনার স্মার্টফোন নিয়ে গেম খেলতে খেলতে যদি আপনার সন্তান কোনও ভাবে ভুলবশত পর্ন সাইট দেখে, সেটা কোনওভাবেই কাম্য নয়।
কোনও ভাবে চাইল্ড পর্নোগ্রাফিতে লগ ইন করলে হ্যাকাররা আরও দ্রুত আপনার সন্ধান পাবেন।
অনলাইনে আসলে কোনও কিছুই ফ্রি নয়। ফলে কোথা থেকে যে আপনার টাকা কেটে নিচ্ছে তা হয়তো আপনি জানতেও পারছেন না।
স্মার্টফোনে পর্ন দেখলে অনিচ্ছাকৃত ভাবে সাইবার ক্রাইমেও জড়িয়ে পড়তে পারেন।
সানবিডি/ঢাকা/আহো