গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার

প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১০:২০:৩৩


Dragon-Sweater-600x371ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানির এক হাজার ৪৪৭ বারে ৩০ লাখ ৬৩ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের দর বেড়েছে ৩ টাকা বা ৫ দশমিক ৭৭ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ২৭২ বারে ৫৫ লাখ ২২ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন হয়।

প্রাইম টেক্সটাইল ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৬২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফু-ওয়াং সিরামিক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও জেমিনি সি ফুড।

সানবিডি/ঢাকা/এসএস