শিক্ষকের বিষয়ে খোঁজ নেবো: আইনমন্ত্রী
প্রকাশ: ২০১৬-০৫-১৭ ২১:৫৭:১২
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে সাময়িক বরখাস্ত প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমি তো এখনো এ বিষয়ে বিস্তারিত জানি না। খোঁজ-খবর নিয়ে দেখবো’
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যদি তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়, তবে আইন তার পক্ষে থাকবে। আর যদি ন্যায়সঙ্গত ভাবে বরখাস্ত করা হয়, তাহলে তো আইন তার বিপক্ষে থাকবে।’
আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) যৌথ উদ্যোগে পরিচালিত জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন প্রকল্পের কারিগরি সহায়তায় ঢাকা ল’ রিপোর্টস ‘দ্য ল’ অন বেইল বইটির ৪র্থ সংস্করণ (২০১৬) প্রকাশ করে। এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
আইনমন্ত্রী স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সম্পর্কে বলেন, ২০০৩ সালে বইটির প্রথম সংস্করণ বের হয়। এটিকে সময় উপযোগী করে আবার প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।
তিনি বলেন, মানুষের অধিকারের কথা শতভাগ নিশ্চিত করেছে আমাদের সংবিধান। আইনের প্রয়োজনে অনেকেই দীর্ঘদিন কারাগারে থাকেন। তবে প্রত্যেকেরই জামিন পাওয়ার অধিকার রয়েছে। জনগণের জামিন নিশ্চিতে বইটি বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রুশিতা, জিআইজেডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টবিয়াস বেকার প্রমুখ।
সানবিডি/ঢাকা/আহো