হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ: ২০১৬-০৫-১৮ ১০:৪৫:০৭
হবিগঞ্জের বাহুবলে গাড়িচাপায় মিনি ট্রাকের চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। বুধবার সকাল প্রায় ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানের বীজ বহনকারী ঢাকাগামী একটি মিনি ট্রাক বাহুবলের ডুবাই বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজনই ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস