বুথে জালিয়াতির সময় চীনা নাগরিক আটক

আপডেট: ২০১৬-০৫-১৯ ১১:০৬:৫৫


Boothরাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার সময় সময় এক চীনা নাগরিককে আটক করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চীনা এ নাগরিককে আটক করে। চীনা ওই নাগরিক হলেন হু জুওয়াং হুই।

বুধবার বেলা ১১টার দিকে ওই বুথ থেকে তোলা ৬৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। র‌্যাব-২-এর মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/এসএস