রেকিট বেনকিজারের এজিএম স্থগিত

প্রকাশ: ২০১৬-০৫-১৮ ১৫:২০:৩৩


reckitপুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে কোম্পানিটি আগামী ৮ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। তবে কোম্পানির প্রস্তাবিত ১৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দ্বিতীয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।