‘ওসমান পরিবারের বিচার হওয়া উচিত’
প্রকাশ: ২০১৬-০৫-১৯ ১৭:২৫:১৮
নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্যাতন, লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিনেট ভবনের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘কিছুক্ষণ আগে গণমাধ্যমের কল্যাণে জানতে পারলাম শিক্ষা মন্ত্রণালয় শ্যামল দত্তকে স্বপদে বহাল ও স্কুল কমিটি বাতিলের ঘোষণা দিয়েছে। কিন্তু এটাকে আমি যথেষ্ট মনে করি না। আমরা ভিডিওতে দেখেছি এই ঘটনার সঙ্গে কারা জড়িত। ’
সফিকুন্নবী সামাদী আরো বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত পরিবার, ওসমান পরিবার একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাত খুন হত্যা মামলা, তকি হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে এই ওসমান পরিবার জড়িত। কিন্তু এই পরিবারের কিছুই হয় না। আমরা প্রশাসনকে দাবি জানাবো এই পুরো পরিবারের বিচার করতে। এই পরিবারের বিচার হওয়া উচিত।’
এসময় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ওই নির্যাতিত শিক্ষকের বরখাস্ত অবৈধ ঘোষণা করে স্কুলের পরিচালনা পর্ষদ বাতিল করেছে। তার জন্য শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু আমরা চাই এই ঘটনাকে কোনোভাবেই যেনো ধামাচাপা না দেওয়া হয়। একজন শিক্ষককে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তার বিচার হত্যাকা-ের অনুরূপ হওয়া উচিত বলে আমি মনে করি
শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপে থেমে না থেকে অপরাধীদের আইনে এনে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।
রাবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহ মানববন্ধনে বলেন, একজন প্রবীন শিক্ষককে যেভাবে তার মান-সম্মান ধুলিস্যাৎ করা হয়েছে তা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। যারা শিক্ষককে এভাবে অপমান করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
মাববন্ধনে প্রায় অর্ধশত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।
সানবিডি/ঢাকা/এসএস