‘ক্রিকেটারদের শিক্ষার অভাবেই ব্যর্থ হচ্ছে পাকিস্তান’
প্রকাশ: ২০১৬-০৫-২১ ১৩:২১:৩০
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতার জন্য এবার ক্রিকেটারদের শিক্ষার অভাবকে দায়ী করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট শাহরিয়ার খান।
র্তমানে পাকিস্তান দলের একমাত্র গ্রাজুয়েট টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। এছাড়া সবাই কলেজ যাওয়ার আগেই ঝরে পড়া। তার মানে তারা স্কুলের চৌকাঠ পেরোয়নি। এটাকে দলের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দেখছেন শাহরিয়ার।
তিনি বলেন, বর্তমানে মিসবাহ ছাড়া দলে আর কোনো গ্রাজুয়েট ক্রিকেটার নেই। দলে শিক্ষিত ক্রিকেটারের অভাবই সাম্প্রতিক ভরাডুবির প্রাথমিক কারণ। ভবিষ্যতে দলে শিক্ষিত ক্রিকেটার নিতে এবং দলের ক্রিকেটারদের শিক্ষীত হতে উৎসাহিত করবো।
শিক্ষার অভাবে দলে শৃঙ্খলার অবনতি ঘটে। ফিটনেস নিয়েও তারা সচেতন নয়। শুধু প্রতিভার কারণে তারা উতরে যায়। ফলে শৃঙ্খলা ও ফিটনেসের অভাবে প্রায়ই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান।
শাহরিয়ার খান অবশ্য এই দুই বিষয়ে আর আপোষ করতে নারাজ। তিনি বলেন, আহমেদ শেহজাদ ও উমর আকমল শৃঙ্খলাজনিত কারণে দলে নেই। এটা পরিস্কার করে দিতে চাই, ভবিষ্যতে শৃঙ্খলা ও ফিটনেস নিয়ে আর কোনো আপোষ করা হবে না।