ইংল্যান্ডের মাটিতে হারলো দূর্জয়-পাপনরা

প্রকাশ: ২০১৬-০৫-২১ ২১:৪১:১৬


Bangladesh-England-MP-Crickখেলাটা কোন পেশাদার ক্রিকেট দলের মধ্যে নয়। খেলাটা ছিলো দুই দেশের দেশ পরিচালনাকারী সদস্যদের মধ্যকার দলের। একটি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে গড়া, অপরটি ব্রিটিশ লর্ডস অ্যান্ড কমন্সের সদস্যদের দল। লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ড স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে (২০) শুক্রবার বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি হেরেছে ৮ উইকেটে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দলটি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৬৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়। এই ইনিংসটি তিনি সাজান ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে। এছাড়া ৪৪ করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি মেহবুব আলম।

জয়ের জন্যে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১৬৯ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংলিশ সংসদ সদস্যদের দলটি।