‘জয় অব গিভিং’ এ অংশ নিবেন সাবিলা নূর
আপডেট: ২০১৬-০৫-২২ ১৩:২১:২৪
প্রতি বছর ন্যায় এবারের রমজানে অভিযাত্রিক ফাউন্ডেশন চেষ্টা করে সমাজের হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু করার। সে কথা মাথায় রেখে আমরা জুন ১, ২০১৬ আন্তর্জতিক শিশু দিবসকে একটু অন্য ভাবে উদযাপন করতে যাচ্ছি বলে জানিয়েছেন খ্যাতিমান মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। তিনি তার ফেসবুকের মাধ্যমে একথা জানান।
তিনি জানান, পুরো ঢাকা শহরকে ১২ টি ভাগে বিভক্ত করে ৪০০ ভলান্টিয়ার নামতে যাচ্ছে ঢাকার রাজপথে। লক্ষ্য শিশুদের অধিকার নিয়ে কথা বলা এবং রমজানে এইসব শিশু ও তার পরিবারকে কিছুদিনের ইফতারের ব্যবস্থা করে দেয়া।
তিনি আরো জানান, আমাদের ভলান্টিয়াররা এই লক্ষ্য নিয়ে মাঠে নামবে, ফান্ড সংগ্রহ করবে এবং সেই টাকা দিয়ে আমরা ৫০০ পরিবারকে মুড়ি, তেল, বুট, ডাল, বেসন, চিড়া, চিনি, খেজুর, গুঁড়া দুধ ইত্যাদি সম্মিলিত একটি ব্যাগ উপহার দিবো যেন তারা তাদের পরিবার নিয়ে কিছুদিন নিশ্চিন্তে ইফতার করতে পারে।
তিনি জানান, এই লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা একান্ত কাম্য। চাইলে আপনি সরাসরি অনুদান পাঠাতে পারেন আমাদের কাছে অথবা আমাদের সাথে মাঠে নামতে পারেন ভলান্টিয়ার হিসেবে।
পয়েন্ট গুলো হলঃ
১) কাকলি মোড়
২) বনানী ১১নম্বর রোড
৩) গুলশান ১নম্বর চত্বর
৪) গুলশান ২নম্বর চত্বর
৫) সার্ক ফোয়ারা (কাওরানবাজার)
৬) ধানমণ্ডি ২৭
৭) ধানমণ্ডি ১৫
৮) বিজয় সরণি
৯) শাহবাগ
১০) বেইলি রোড
১১) এলিফেন্ট রোড
১২) মিরপুর ১০ গোলচত্বর।
সানবিডি/ঢাকা/এসএস