সেরাদের লড়াইয়ে টিকে আছেন মুস্তাফিজ

প্রকাশ: ২০১৬-০৫-২২ ২১:৪৯:৩৬


Mustafizurরবিবার (২২ মে) শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ ক্রিকেটের লিগ পর্ব। আসরে দলগত লড়াইয়ের পাশাপাশি চলছে ব্যক্তিগত পারফরম্যান্সেরও লড়াই। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান শামিল রয়েছেন তেমনই এক লড়াইয়ে; এবারের আইপিএলের সেরা বোলার হওয়ার লড়াই।

রবিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও আসরের প্লে অফ পর্বে জায়গা করে নিয়েছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেই সুবাদে আসরে বাংলাদেশের এই বিশ্বখ্যাত তরুণ পেসারের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। সেরা বোলারদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

তালিকার প্রথম স্থান দখলে রেখেছেন মুস্তাফিজের সতীর্থ সানরাইজার্সের ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। তার উইকেট সংখ্যা ১৮টি। দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাক্লেনাঘানের উইকেট সংখ্যা ১৭টি। তবে তিনি আর বোলিং করতে পারবেন না এই আসরে। কেননা, মুম্বাই ইন্ডিয়ান্স ছিটকে পড়েছে প্লে অফ পর্ব থেকে। তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারতীয় বোলার যুগেন্দর চাহালের উইকেট সংখ্যা ১৬টি। তবে মুস্তাফিজের চেয়ে ম্যাচ কম খেলেছেন তিনি। তালিকার পঞ্চম স্থানে থাকা একই দলের শেন ওয়াটসনের উইকেট সংখ্যাও ১৬টি।

সেরা বোলার হওয়ার দৌড়ে কঠিন চ্যালেঞ্জই মোকাবিলা করতে হচ্ছে মুস্তাফিজকে। সেরা হতে চাইলে প্লে অফ পর্বে বল হাতে চমকপ্রদ বোলিং করতে হবে তাকে।

সানবিডি/ঢাকা/আহো