বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ
প্রকাশ: ২০১৬-০৫-২৩ ২০:৪৭:৫৮
বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন রাজধানীর মিরপুরের কল্যাণপুরের আয়শা অ্যান্ড গালিয়া ফ্যাশন্স লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের ১৩ এপ্রিল আয়শা অ্যান্ড গালিয়া ফ্যাশন্স কারখানাটি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে। কিন্তু শ্রমিকদের বেতন ভাতা সঠিকভাবে দেয়নি মালিকপক্ষ। বক্তারা বলেন, শ্রমিকরা বিজিএমইএতে অভিযোগ করলে গত ২৬ এপ্রিল কারখানার মালিকদের বকেয়া পরিশোধ করতে বলা হয়। পরে শ্রমিকদের উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তি স্বক্ষর হয়। এর পরও করখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না।
সংগঠনের সহ-সভাপতি মো. ফরুক খানের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে আরো বক্তব্য দেন- সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম রফিক ও মো. কবির হোসেন।
সানবিডি/ঢাকা/আহো