এটিএম বুথ জালিয়াতি : আটক আরো ১
প্রকাশ: ২০১৬-০৫-২৩ ২১:০১:২২
রাজধানীর এলিফান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা উত্তোলনের ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে আটক করা হয়েছে। আটকের নাম সনজু।
রোববার রাতে আটকের পর সোমবার নিউমার্কেট থানায় হস্তান্তর করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। নিউমার্কেট থানা সনজুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে একদিনের রিমান্ডে নিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে ‘জালিয়াতি’ করে অর্থ উত্তোলনের সময় সিকিউরিটি গার্ডের বুদ্ধিমত্তায় র্যাব ২ এর সদস্যরা চীনা নাগরিক জ্যু জিয়ানহুইকে হাতেনাতে আটক করে।
এসময় তার হেফাজত থেকে ২টি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড ও নগদ ৬৬ হাজার টাকা পাওয়া যায়। জ্যু বর্তমানে রিমান্ডে রয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো