বিরোধী প্রার্থীর মিষ্টি খাওয়ায় স্ত্রীকে হত্যা!

প্রকাশ: ২০১৬-০৫-২৩ ২১:৩৭:৪৩


রাজশাহীগ্রামজুড়ে নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণার পাশাপাশি ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। তেমনই এক কৌশল হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ মৃধার কর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন। সেই মিষ্টি খেয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থীর এক সমর্থকের স্ত্রী। বিষয়টি মেনে নিতে পারেনি ওই সমর্থক। নির্বাচনী প্রতিপক্ষের মিষ্টি খাওয়ার অপরাধে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন তিনি। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে।

স্থানীয়দের ভাষ্যমতে, আসন্ন (২৮ মে) ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মাড়িয়ায় বিএনপি দলীয় প্রার্থী মোল্লা হাসান ফারুক ইমাম সুমন। মাড়িয়া গ্রামের আবদুস সালাম তার সমর্থক। কিন্তু আবদুস সালামের স্ত্রী রাশিদা বেগম (৪৫) ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ মৃধার সমর্থক। রবিবার (২২ মে) রাতে রাশিদা বেগম ওই প্রার্থীর বিতরণ করা মিষ্টি খেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।

আবদুস সালামের প্রতিবেশী মোস্তাক আহম্মেদ জানান, মিষ্টি খাওয়ার অপরাধে রবিবার রাতে স্ত্রীকে বেদম মারধর করে আটকে রাখেন সালাম। সোমবার সকালেও বিএনপি প্রার্থী সুমনকে ভোট দেওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করেন তিনি। কিন্তু রাশিদা বেগম ভোট দিতে অস্বীকৃতি প্রকাশ করেন। ক্ষীপ্ত সালাম স্ত্রীকে পুনরায় মারধর করেন। এক পর্যায়ে রাশিদা মাটিতে লুটিয়ে পড়লে সালাম বাড়ি থেকে পালিয়ে চলে যান। এরপর এলাকাবাসী আহত রাশিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই গৃহবধূর পৈতৃক নিবাস রংপুরে।

এই বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, ‘এটি কোনো মার্ডার নয়। আমি নিজে খোঁজ নিয়েছি। এ বিষয়ে কারো কোনো অভিযোগও নেই। তাই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’ নির্বাচন উপলক্ষে একটি মহল এ ধরনের বিভ্রান্তিরকর খবর ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সানবিডি/ঢাকা/আহো