ফেসবুকে ভিডিও তারপর আত্মহত্যা মডেলকন্যার
আপডেট: ২০১৬-০৫-২৪ ১৬:১০:১২
আত্মহত্যা করেছেন মডেল সাবিরা হোসাইন। আজ ভোর ৫টার মিরপুরের রূপনগরে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আত্মহত্যার আগে ফেসবুকে একটি সুইসাইড নোট ও ভিডিও বার্তা দিয়ে গেছেন এ মডেল। ধারণা করা হচ্ছে, নির্ঝর নামে এক যুবকের সাথে প্রেমের জের ধরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাবিরা। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন শারিরিক সম্পর্ক থাকলেও বিয়ের ব্যাপারে যুবকের পরিবারের অসম্মতি ছিল। বিষয়টি মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এ মডেল। সাড়ে নয় মিনিটের ভিডিও বার্তায় মডেল তার আত্মহত্যার ঘোষনাও দেন।
ভিডিওতে দেখা গেছে চাকু হাতে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কাজ না হওয়ায় ৯ মিনিটের ওই ভিডিওর শেষে তিনি বলেন, আমি ব্যর্থ, আপাতত। ওকে নেক্সট অ্যাটেম্প নেব।
ভিডিও বার্তা যুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে সাবিরা লেখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলা। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কি একটুও ফিল হয়নি? এছাড়াও তিনি লিখেছেন, আমাকে ব্যবহার করবে, সেক্স করবে আর আমি সরে যাবো এটাতো হতে পারে না। বিয়ের কথা বললে তোমার পরিবার অসুস্থ হয়ে যায় আর সেক্সের কথা বললে সব ঠিকঠাক। সবশেষে নির্ঝরকে ট্যাগ করে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।’
সাবিরা বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। মডেলিং ছাড়াও উপস্থাপনায়ও তাকে দেখা গেছে। গানবাংলা টিভিতেও কাজ করতেন তিনি। নিজের আত্মহত্যার বিষয়টি নিয়ে তিনি একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তাও প্রকাশ করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস