লভ্যাংশ পাঠিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
আপডেট: ২০১৬-০৫-২৫ ১৪:৪৭:১০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে ব্যাংকটি। আর যেসব বিনিয়োগকারীরা লভ্যাংশের টাকা পায়নি, তাদের অফিস চলাকালীন সময়ে শেয়ার বিভাগ থেকে টাকা সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।