তেলে ভিটামিন ‘এ’ নিশ্চিতে শিল্পমন্ত্রীর ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ: ২০১৬-০৫-২৪ ১৬:৩৭:৪২
যেসব রিফাইনারি কোম্পানি ভোজ্যতেলে এখনও সঠিক মাত্রায় ভিটামিন এ নিশ্চিত করতে পারেনি তাদেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদেরকে কোনোভাবেই তেল বাজারজাত করতে দেওয়া হবে না।
আজ মঙ্গলার রাজধানীর পুর্বানি হোটেলে বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণে রেগুলিটরি মনিটরিং বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় এ হুঁশিয়ারি দেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রণালয় ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের (গেইন) যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।
রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইতোমধ্যে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, আমি যতক্ষণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, ততক্ষণ কাউকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। যেসব পণ্যে জীবনের ঝুঁকি থাকে; যা মানুষকে পঙ্গু করে দেয়- সে ক্ষেত্রে কারও ছাড় নেই। তাদের পণ্য বাজারে থাকতে পারে না। প্রয়োজনে তাদের নামে টিভি ও পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যাতে ক্রেতারা এ সব প্রতিষ্ঠানের পণ্য না কেনে।
তিনি আরও বলেন, নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। এটি কোনো দেশি উদ্যোগ নয়; বরং একটি আন্তর্জাতিক উদ্যোগ। এটি বাস্তবায়নে দেশের সঙ্গে বিদেশি সংস্থাও কাজ করছে। ফলে বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলে, বিদেশে বাংলাদেশের ভাবমুর্তিও নষ্ট হবে। তাই যেভাবেই হোক এ আইন বাস্তবায়ন করা হবে।
এই কর্মশালায় দেশের প্রায় ৩৫টি ভোজ্যতেল শোধনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে আলোচকরা জানান, ২০১১-১২ অর্থবছরের জরিপে দেখা গেছে, দেশে প্রতি ৫ জনের মধ্যে একজন শিশুর ভিটামিন-‘এ’ এর ঘাটতি রয়েছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক একরামুল হক, বাংলাদেশ ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো. লুৎফুর রহমান তরফদার, নেদারল্যান্ড দুতাবাসের ফার্স্ট সেক্রেটারি লরেন্ট ইউমানস প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস