রিয়াদে ৯-১০ জুন কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৬ ২১:৪৭:২৬
সৌদি আরবের রিয়াদে আগামী ৯-১০ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত কনস্যুলার সংক্রান্ত সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস। দেশটির এস্তেরাহা আল সাইমা, হারা আল তোওয়ালা, হাফার-আল বাতেনে এ সেবা প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ জুন) সৌদি বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, এতদ্বারা হাফার-আল বাতেন ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, রিয়াদ হতে প্রয়োজনীয় সকল কন্স্যুলার সংক্রান্ত সেবা প্রদান করবে
কনস্যুলার সেবাসমূহ নিম্নরূপ:
১. মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ
২. পূর্বে গ্রহণকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণ ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদান। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রিইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে (কোন ফরম ও ছবির প্রয়োজন নেই)। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে।
০৩. মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রিইস্যু’র ফি : সাধারণ কর্মীদের জন্য ১২৫ সৌদি রিয়াল এবং পেশাজীবীদে জন্য ৪১৫ সৌদি রিয়াল (নতুন এমআরপি’র ক্ষেত্রে জন্ম নিবন্ধন না থাকলে নতুন জন্ম নিবন্ধন তৈরীর জন্য আরও ৫ সৌদি রিয়াল)।
০৪. ব্যাংকিং সার্ভিস সমূহঃ কনস্যুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অর্ন্তভূক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক একাউন্ট খোলা, সর্বোচ্চ মুনাফাবাহী ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বিক্রি, নবায়ন ও ভাঙ্গানোর কাজ করাসহ মাসিক কিস্তি ভিত্তিক বিভিন্ন মেয়াদী SDS, EDS, SBMS এবং অন্যান্য একাউন্ট খোলার কাজ করবে।
০৫. প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে যার ফি: ১৭০ সৌদি রিয়াল।
০৬. হাফার-আল বাতেন ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশীদের প্রয়োজনীয় সকল কন্স্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এএ