মোদীর রাজ্যে শাখা খুলছে ইসলামিক ব্যাংক

প্রকাশ: ২০১৬-০৫-২৫ ১৩:০৯:০৪


islamic-bankদেশের মাটিতে প্রথম কোনও ইসলামিক ব্যাঙ্ক তার শাখা খুলতে উদ্যোগী হল৷৷ গুজরাটে খুলছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (IDB)৷  সৌদি আরবের জেড্ডা শহরে এই ব্যাঙ্কের সদর কার্যালয়৷ গুজরাটের সামাজিক উন্নয়নে ইসলামিক ব্যাঙ্ক কাজ করবে বলে জানানো হয়েছে৷ শরিয়া আইন অনুসারে কাজ করা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ৫৬টি ইসলামিক দেশে তাদের শাখা খুলেছে৷ সদস্য দেশগুলির সামাজিক উন্নয়নে তারা কাজ করে৷ গত জুনে সংযুক্ত আরব আমিরশাহী সফরে ইসলামিক ব্যাঙ্কের ভারতে শাখা খোলার বিষয়ে সবুজ সঙ্কেত দেন প্রধানমন্ত্রী৷ এক্সিম ব্যাঙ্কের সঙ্গে ইসলামি ব্যাঙ্কের মৌ স্বাক্ষরিত হয়৷ চুক্তি অনুসার আইডিবি ভারতের জন্য ৩৫০টি মেডিকেল ভ্যান দেবে৷ এই ভ্যানগুলি গুজরাটের ছোটা উদেপুর, নর্মদা ও ভারুচের আদিবাসী এলাকায় মিলবে৷ সূত্র: কলকাতা২৪/৭

সানবিডি/ঢাকা/এসএস