ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
প্রকাশ: ২০১৬-০৫-২৬ ১৩:৫৭:৪৫
ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহব্বত আলী (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ পুলিশ।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের শশই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহব্বত জেলার নাসিরনগর উপজেলার পেয়ারপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
আহতরা হলেন- বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিকুর রহমান, কনস্টেবল রজব আলী, কনস্টেবল সোহাগ মিয়া ও কনস্টেবল তারিকুল ইসলাম। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, রাতে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই স্থানের টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ডাকাত দলের সদস্য মহব্বত আলী গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ মহব্বতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি ছোরা, দুটি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করে। ওসি আরো জানান, নিহত মহব্বত আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস