শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৬-০৫-২৬ ১৫:৪৯:০৭


child-rapeইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দেশটির আইনে সংশোধন আনা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ১৪ বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনাকে ঘিরে দেশটির মানুষের তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত আইনটি সংশোধন করলো সরকার।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, “দেশের শিশুদেরকে যৌন নির্যাতন ও সহিসংতা থেকে রক্ষা করতেই আইনে এই সংশোধন আনা হয়েছে”। এর আগে দেশটিতে শিশু বা বয়ষ্ক যে কাউকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের কারাদণ্ড।

এখন এই সংশোধিত আইন অনুযায়ী, শিশুদেরকে যৌন হয়রানির কারণে শাস্তি পেয়ে যারা মুক্তি পাবেন তাদের শরীরে ইলেক্ট্রনিক্স ডিভাইস বসিয়ে বিশেষ নজরদারিতে রাখা হবে।

সানবিডি/ঢাকা/এসএস