মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে : নিহত ৮

প্রকাশ: ২০১৬-০৫-২৭ ১৮:০৮:৫৮


13421মাদারীপুরে সমাদ্দারহাট এলাকায় ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ার ঘটনায় ৮জন নিহত হয়েছে। বাসটির নিচে চাপা পড়া আরও মরদেহ থাকতে বলে আশংকা জানিয়েছে পুলিশ ও স্থানীয় উদ্ধার কর্মীরা।

শুক্রবার দুপুর ২টার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারহাটে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে পাঁচ যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হওয়ার খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে সমাদ্দারহাট সেতুর রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত অন্তত ৩০ জন।

দুর্ঘটনার কথা নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ওসি জানান, দর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো