থাইল্যান্ডে স্পিডবোট দুর্ঘটনায় ৩ পর্যটকের নিহত

প্রকাশ: ২০১৬-০৫-২৭ ১৯:২৬:৫৬


Tourists20160527122258থাইল্যান্ডে একটি স্পিডবোট দুর্ঘটনায় তিন বিদেশি পর্যটক নিহত হয়েছে। ওই দুর্ঘটনার পর এখনো একজন নিখোঁজ রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই স্পিডবোটে ৩২ জন আরোহী এবং চার ক্রু ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উপকূলীয় শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছে স্পীডবোট থেকে জীবতদের উদ্ধার করা হয়। এর আগেই নিহতদের লাশ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো