মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৫ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৬-১৬ ১৭:১৭:০২
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৭৭ বাংলাদেশি মোট ১২৫ জনকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে এ কথা জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানী কুয়ালালামপুর চেরাসের তামান মতিয়ারা বারাতের একটি নির্মাণ সাইটে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেশটিতে বৈধ কাজের অনুমতি থাকা এবং বিভিন্ন অপরাধে ৯০ জন বিদেশি নির্মাণ শ্রমিককে আটক করে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ১৪ জন ভারতীয়, ছয় জন করে মিয়ানমার পাকিস্তানি নাগরিক রয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাংগানের পাইকারি বাজারে (পাসার বোরং) দ্বিতীয় অভিযানে ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়। যার মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৭ জন মিয়ানমার ও দুই জন করে ভারতীয় ও ইন্দোনেশিয়ান এবং ইয়েমেনের একজন পুরুষ রয়েছে।
আটক অভিবাসীদের পরবর্তী তদন্তের জন্য দেশটির ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।
আটক অভিবাসীরা অভিবাসন বিভাগ আইনে ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
এএ