মমতার শপথ অনুষ্ঠানে গেলেন আমু
প্রকাশ: ২০১৬-০৫-২৭ ২১:৩৭:৪৩
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একইসঙ্গে তার সরকারের ৪১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শপথ অনুষ্ঠানের এক ফাঁকে আমির হোসেন আমুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা।
এদিকে, শপথ অনুষ্ঠান ঘিরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা ছিলেন বিপুল উৎসাহ-উদ্দীপনাঢ। সকাল থেকেই রেড রোডে ছিল সাজ সাজ রব। সঙ্গে ছিল কড়া নিরাপত্তার বলয়ও। শপথ অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, প্রথম সারির রাজনৈতিক নেতা ও বলিউড-টালিউডের তারকারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো