নোবিপ্রবিতে আন্তঃডিপার্টমেন্ট বিতর্ক উৎসব
প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১০:০১:৫৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃডিপার্টমেন্ট সংসদীয় বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে এ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়।ফাইনালে এগ্রিকালচার বিভাগকে হারিয়ে বায়োটেকনোলজি বিভাগ বিজয়ী হবার গৌরব অর্জন করে।
ফাইনালের শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন জাহিদুল ইসলাম সৌরভ। ইংরেজি বিভাগের সহকারীঅধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধন করেন।ফাইনালে বিচারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘটন প্রতিধ্বনির সভাপতি আরিফ ইশতিয়াকসহ নোবিপ্রবি ডিবেট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘটন প্রতিধ্বনির উদ্যোগে এ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ১৪টি ডিপার্টমেন্টের মোট ২২টি দল এপ্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
সানবিডি/ঢাকা/সাদী/এসএস