আপাতত সিনেমাকে ‘না’ মাহফুজের
প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১০:২৩:৩৩
অভিনেতা মাহফুজ আহমেদ প্রযোজিত প্রথম ছবি ‘জিরো ডিগ্রি’ মুক্তি পায় গত বছর। অনিমেষ আইচ পরিচালনা করেছিলেন। ছবিতে মাহফুজের সঙ্গে অভিনয় করেছিলেন জয়া আহসান ও রুহি। দ্বিতীয় ছবি প্রযোজনার চিন্তা ভাবনা করছিলেন তিনি।
গত বছরের শেষের দিকে জানিয়েছিলেন, নতুন ছবির জন্য গল্প খুঁজছেন। বেশ কয়েকটি গল্প পড়েছেন। বাতিলও করেছেন। মনমতো গল্প পাচ্ছেন না। মনের মতো গল্প পেলে এ বছরের শুরুতেই নতুন ছবির নির্মাণের কাজে হাত দেবেন মাহফুজ।
২৭ মে দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মাহফুজের সঙ্গে দেখা। মাহমুদ দিদারের ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ টেলিছবির শুটিং করছিলেন সেখানে। মাহফুজের কাছে জানতে চাওয়া হয়, এখনও পর্যন্ত কোন গল্প পছন্দ হয়েছে কিনা? তিনি বলেন, ‘আপাতত ছবি নিয়ে ভাবছি না।’
আপাতত তার মন অভিনয়ে। ঈদ ঘনিয়ে আসছে, ফলে পরিচালনায়। এ দুটো নিয়েই কাটিয়ে দেবেন কিছুদিন।
সময় সুযোগ হলে তারপরই দ্বিতীয় ছবি প্রযোজনার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন। আপাতত তিনি একেবারেই সিনেমা থেকে দূরে।