পাকিস্তানে হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১১:২৮:১৬
চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ঠিক একই সময় পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশটিতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল।
প্রদাহ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেভিড। হাসপাতালের চিকিৎসায় খুবই সন্তুষ্ট তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ইসলামাবাদের হাসপাতালের চিকিৎসায় আমি খুবই সন্তুষ্ট।
চিকিৎসকরা জানিয়েছেন, ডেভিডের সুস্থ হওয়ার জন্য আরো কিছুুদন সময় লাগবে। তিনি এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছেন।
সানবিডি/ঢাকা/এসএস