অপেক্ষা করছে ই-কমার্সের সোনালী দিন

আপডেট: ২০১৬-০৫-২৮ ১৬:৩২:২১


E-Comerceই-কমার্সের এখন লস ইয়ার চললেও এর গোন্ডেন ইয়ার অপেক্ষা করছে বলে জানয়েছেন ই-কমার্স ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এখন যদি এখানে টিকে থাকা যায়, ভবিষ্যতে ই-কামর্সই হবে বাংলাদেশের একমাত্র মার্কেট প্লেস। যখন স্মার্ট ফোন ও ইন্টারনেট আরো সহজ লভ্য হবে তখন এ মার্কেট সবার হাতের কাছে চলে যাবে। আর তখনই ই-কমার্সের বিপ্লব হবে।

তবে এবারের মেলার আয়োজন নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ হল দর্শক ও ক্রেতা শূণ্যতা নিয়ে। মেলার প্রচারনা তেমনভাবে করা হয়নি। যদি প্রচারনা ভালভাবে করা হত, তাহলে এ মেলা হত, সবার প্রাণের মেলা। এর জন্য আয়োজকদেরই দুষলেন ই-কমার্স ব্যবসায়ীরা।

জিপি মার্টের প্রধান অপারেটিং অফিসার তা্ওহীদ আহমদ বলেন, ই-কমার্স এখন লস ইয়ার চলছে, তবে এর গোন্ডেন পিরিয়ড সামনে অফেক্ষা করছে। এখন যারা এই লস ইয়ারে টিকে থাকতে পারবে তারা আগামীতে ই-কমার্সে ভাল করতে পারবে।

বর্তমান সময় ঢাকা শহরে কোন ব্যবসা করতে হলে কোটি টাকা নিয়ে নাম হয়। দোকন বা অফিস ভাড়া, পজিশন, অ্যাডভান্স নানা রকমরে ঝক্কি ঝামেলা সেখানে ই-কমার্স সহজ এক ব্যবসা পদ্ধতি।

বর্তমান সময় তরুন বেকারদের করনীয় সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ এ জগতে আসতে চায় আমরা তাকে স্বাগত জানাই। তবে আসার আগে তাকে চিন্তা করতে হবে সে কি করবে। সে যে ব্যবসা করতে সে সম্পর্কে তার ভাল করে ধারনা নিয়ে আসতে হবে, তা না হলে সে ভাল করতে পারবে না।

খাস ফুডের চেয়ারম্যান এ.এম.এম হাবিবুল মুস্তাফা বলেন, অনলাইন মার্কেট আমাদের দেশে এখন পর্যন্ত সে রকম জনপ্রিয় হযে ওঠেনি, তবে ভবিষ্যতে এটাই একমাত্র অন্যতম মার্কেটে পরিনত হব।

তিনি বলেন, যখন দেশে ইন্টারনেটের ইউজার বেড়ে যাবে তখন ই-কমার্সরে ব্যপ্তিও বেড়ে যাবে।

অর্পিতা কালেশনের স্বত্তাধীকারী অর্পিতা বলেন, বর্তমানের মেয়ে পড়া-লেখা শেষে চাকরির জন্য না ঘুরে স্বাধীনভাবে ই-কমার্সের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারে। ই-কমার্সের মার্কেট অনেক বড়। এখনই সময় নিজে উদ্যেক্তা হয়ে ই-কমার্স ব্যবসায় জড়িয়ে পড়তে পারে।

মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সেক্টর বাজার, জিপি মার্ট, বাংলার জগত, অর্পিতা কালেকশন, খাস ফুড, সিনবাদ বিডি, ইনকোর, ভূঁইয়া জুট অ্যান্ড ফ্যাশন, অপরাজিতা বুটিক অ্যান্ড হ্যান্ডি ক্রাফটস, রবিন কসমেটিক, ফ্যাশন ফ্যাস্টিভাল, রিফিশি কালেকশন, ইন্ডিয়ান ফ্যাশন, এস.আর ইন্টার ন্যাশনাল, রাহেলা বুটকিস, আঁখি নন্দনী, সিন্ধিয়া এন্টাপ্রাইজ, জুটেক্সকো, দারুন বাজার, হ্যাপি ক্রাফট, স্কারক্রো এন্টারপ্রাইজ, স্টাইলোলোজি, গ্রেট কমিউনিকেশন, জাহানারা ফ্যাশন, ব্রান্ড বাংলা, সোলিমার্ট ফুটওয়ার, অলপণ্য, স্বপ্নীল কুটির শিল্প, নাইটেঙ্গল ফ্যাশন, সৌন্দর্যের কথা বিউটি পার্লার ও বুটিক ফ্যাশন ও অনার্স প্লানেট।

 উল্লেখ্য, গত বৃহস্পতি শুরু হয়ে এ মেলা আজ শেষ হবে। রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটি কনভেশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার আয়োজন করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন কমপিউটার জগত।

সানবিডি/ঢাকা/এসএস