কালো টাকা হচ্ছে ইবলিশের অস্ত্র
প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১৮:২০:৪৩
গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘কালো টাকা হলো ইবলিশেসের অস্ত্র। আর এ অস্ত্রই আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। আমাদের শ্রমিকদের নূন্যতম মজুরি ও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ড. কামাল বলেন, ‘এই ইবলিশের কারণে ভুঁড়িওয়ালারা দেশের শ্রমিকদের ঘামের হাজার হাজার ডলার বিদেশে পাচার করছে। কিন্তু তাদের এই অধিকার কে দিয়েছে? এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা বাঙালিরা বীরের জাতি, আমরা অনেক রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এনেছি। এই ১ শতাংশ ভুড়িওয়ালাদের জন্য দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে সব মানুষের জন্য। তাই দেশের ১৭ কোটি মানুষকে আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না।’
তিনি শ্রমিকদের নূন্যতম মজুরি অধিকার ১০ হাজারসহ তাদের মৌলিক অধিকারগুলো বাস্তায়নের জন্য আহ্বান জানান।
একই আলোচনা সভায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘সরকার শ্রমিকদের নূন্যতম মজুরি ও রেশন পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তি দেয়, এত টাকা কোথায় পাবো। আমি সরকারকে বলবো, আপনাদের টাকা দেয়ার দরকার নেই, আপনারা শুধু আপনাদের আইন বাস্তবায়ন করুন। কারণ, শ্রমিকদের টাকা দিবে মালিকরা। বাংলাদেশের শ্রমিক আইনে আছে ১০০ ডলার রপ্তানি হলে শ্রমিকদের কল্যাণ তহবিলে ৫ শতাংশ টাকা জমা হবে।’
আমাদের বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার বিলিয়ন ডলার। সে জায়গায় যদি ২০ হাজার বিলিয়ন ডলার রপ্তানি হয়, তাহলে শ্রমিকদের তহবিলে জমা পড়বে প্রায় ৩ হাজার বিলিয়ন ডলার। যা দিয়ে তাদের রেশন ব্যবস্থা থেকে শুরু করে বাসস্থানের ব্যবস্থাও করা সম্ভব।
কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের নেত্রী মোশরেকা আক্তার মিশুসহ সংগঠনের নেতারা।