চাঁদপুরে কুকুরের কামড়ে ১১ জন আহত

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১১:৫৮:৩৫


চাঁদপুর শহরের ওয়ারলেছ মুন্সি বাড়ি, খুলিসাডুলির পালকান্দি ও সদর উপজেলার মৈশাদী গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু নারীসহ ১১জন আহত হয়েছে। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জুম্মন (৯), সিয়াম (৭), মেহেদী (৫), লিমা (৯), রেদওয়ান (৬), রহিমা (৩৫), সুমাইয়া (৯),সালাউদ্দিন (৭), খলিলুর রহমান (৪০), মেহেদী হাসান (১২)।

স্থানীয় এলাকাবাসী ও আহতরা জানায়, শহরের ওয়ারলেছ মুন্সি বাড়ি, খুলিসাডুলির পালকান্দি ও সদর উপজেলার মৈশাদী গ্রামে পাগলা কুকুর গ্রামের শিশু নারীসহ ১১জনকে কামড়িয়ে আহত করে।

পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন ইনজেকশান দিয়ে অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/ইমরান/এসএস