হৃদয়ের নায়িকা পূর্ণিমা ও তিশা

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১৩:২৯:০৬


Hridoy Khanসুরের মূর্ছনায় শ্রোতাদের মন জয় করে অভিনয়ে নাম লিখিয়েছেন হৃদয় খান। সম্প্রতি তিনি রূপকথা নামের একটি নাটক আর ফিরে যাওয়া হলো না শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় সম্পন্ন করেছেন। এগুলোতে হৃদয়ের নায়িকা পূর্ণিমা আর তিশা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাহিনী ও পরিচালনায় রূপকথার নাট্যরূপ দিয়েছেন আসাদ জামান। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর কাজ সম্পন্ন হয়েছে। রাজ বলেন, এবারই প্রথম দর্শকরা এ জনপ্রিয় দুই মুখকে টিভিতে একসাথে অভিনয় করতে দেখতে পাবেন। দু’জনই দুই অঙ্গনের জনপ্রিয় তারকা। একটি ভালোবাসার গল্প থাকছে এ নাটকে। আশা করি, সবাই এটি পছন্দ করবেন।

এ দিকে হৃদয় খান বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি জানান, এ নাটকে আমার চরিত্রের নাম থাকছে ফাহাদ। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি আমার সুর ও সঙ্গীতে একটি গানও থাকবে। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। এখানে তিশাকে চন্দ্রা নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিশা নাটকটি নিয়ে বলেন, ছোট পর্দায় তেমন কাজ করা হয় না এখন। সম্প্রতি আমার ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পেল। মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। আর এবারের ঈদে একটি ভিন্নধর্মী গল্প পেলাম। হৃদয় খানের গান শ্রোতারা খুব পছন্দ করে। আমারও তার গাওয়া বেশ কিছু গান পছন্দের। আশা করছি, কাজটি দর্শকদের পছন্দ হবে। ‘রূপকথা’ নাটকে আরো অভিনয় করেছেন শাওন এবং আবদুল্লাহ রানা প্রমুখ। এবারের ঈদে চ্যানেল আইয়ে এ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

এ দিকে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মের শুটিংও স্বপ্ন হয়েছে। ঈদ উপলক্ষে এটি প্রচার হবে বাংলাভিশনে। হৃদয় বলেন, এ ধরনের ভালো গল্প, চিত্রনাট্য ও ইউনিট পেলে মাঝে মাঝে অভিনয় করব।’ তিশার সাথে কাজের পর পূর্ণিমার সাথেও অভিনয়ের অভিজ্ঞতা দারুণ বলেও জানিয়েছেন তিনি। পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এই গল্পের টেলিফিল্মে আমি হৃদয় খানকে নেব এটা অনেক আগেই ভেবে রেখেছিলাম। যখন হৃদয়ের সাথে আমি চলচ্চিত্রের গানের কাজ করেছিলাম তখনই প্রাথমিকভাবে হৃদয়ের সাথে গল্পটি নিয়ে আমার আলাপ হয়েছিল। হৃদয়ও কাজটি করতে রাজি হয়েছিল। টেলিফিল্মে পূর্ণিমার সাথে হৃদয় খানকে অনেক মানিয়েছে। আশা করছি, দর্শক ঈদে এই জুটিকে ভালোভাবে গ্রহণ করবে।’

সানবিডি/ঢাকা/এসএস