জাপানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের দ্বার উন্মুক্ত : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১৪:৩৭:০৭


japan_businessmenmজাপানকে বাংলাদেশের সবচেয়ে ‘পরীক্ষিত বন্ধু’ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কর্মনিষ্ঠার কারণে জাপানের বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। আমি চাই আমাদের জাপানি বন্ধুরা বাংলাদেশে আসবেন, তরুণ কর্মীবাহিনী এবং অন্যান্য সুযোগসুবিধাগুলো কাজে লাগাবেন।

রোববার টোকিওতে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান।

বৈঠকটি প্রধানমন্ত্রীর টোকিও সফরকালীন আবাসস্থল মান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের লিন্ডেন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাওয়া বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, তাদের দক্ষতা ও সৃজনশীলতা, বাংলাদেশের কৌশলগত অবস্থান, উন্নয়ন আকাঙ্ক্ষা এবং শিল্পায়ন পরিকল্পনা জাপানের রিভাইটালাইজেশন পরিকল্পনার সঙ্গে মিলে যাবে।

তিনি বলেন, বাংলাদেশ উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আমরা শতাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কিছু আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছি। এরমধ্যে ৩৩টির কাজ এগিয়ে চলেছে। আশা করছি, আগামী চার বছরে বাংলাদেশের শিল্প উৎপাদন আরও এক কোটি মানুষ যুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য আমরা প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজতর করার জন্য কাজ করছি। এ বিষয়ে আপনাদের মতামত ও পরামর্শ শুনবো আমরা। আমরা আসলে কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’ সুবিধা প্রতিষ্ঠার জন্য কাজ করছি।

এসময় প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে জাপানের ‘রিভাইটালাইজেশন স্ট্র্যাটেজি’ এবং অবকাঠামো খাতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনার কথা ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন শেখ হাসিনা।

বিনিয়োগে এগিয়ে এলে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রণোদনা প্যাকেজ পাবেন। নিশ্চিত করা হবে বিদ্যুৎ-জ্বালানি ও অন্যান্য সংযোগ-সুবিধা এবং কিছুক্ষেত্রে করও শিথিল করা হবে।

সানবিডি/ঢাকা/এসএস